পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর ব্রিজ ভেঙে যাত্রী বোঝাই ইজিবাইক নদীতে পড়ে আইয়ুব আলী নামের একজন মাদরাসা সুপার নিহত ও ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে।
আহতদের মির্জাগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সোয়া দুই ঘণ্টা পরে ঘটনাস্থল থেকে দুইশত ফুট দূর থেকে ভাসমান অবস্থায় কলাগাছিয়া দাখিল মাদরাসার সুপার মো. আইয়ুব আলী (৫৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরই উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বক্কর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী জানান, ব্রিজটির মাঝ বরাবর ভাঙ্গা ছিল দীর্ঘদিন ধরে। ঘটনার সময় মাদরাসা সুপার আইয়ুব আলী ইজিবাইকে চড়ে তার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে ব্রিজের পশ্চিমপাড়ে মহিষকাটা বাজারে আসছিলেন। এ সময় অন্য একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নদীতে পড়ে যায়।
ইউএইচ/
Leave a reply