ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক-বর্তমান মেয়র খোকন ও তাপসের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা তদন্তে প্রমাণিত হলে প্রচলিত আইনি ব্যবস্থা নেবে সরকার। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার সকালে রাজধানীর ওয়াসা ভবনে বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, খালগুলো উদ্ধার ও পুনঃখননের কাজ চলছে। শিগগিরই জনগণ এর সুফল পাবে বলে আশাবাদী তিনি।
তাজুল ইসলাম বলেন, দুর্নীতি একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে; এটি সরকারের অনেক অর্জন ম্লান করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান মন্ত্রী।
ইউএইচ/
Leave a reply