Site icon Jamuna Television

২০২২ সালের এশিয়ান গেমসে ১৭ টি ডিসিপ্লিনে দল পাঠাবে বিওএ

২০২২ এশিয়ান গেমসে ১৭টি ডিসিপ্লিনে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিওএ’র নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত করা হয় ডিসিপ্লিনগুলো

২০২২ সালের ১০ থেকে ২২ সেপ্টেম্বর চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। ডিসিপ্লিন চূড়ান্ত করতে শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএ’র সভাপতি এবং সেনবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে সভায় বসে বিওএ’র কর্তারা।

২০১৮ সালের এশিয়ান গেমসে ১৪ ডিসিপ্লিনে অংশ নিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে এবার বাদ পড়েছে বিচ ভলিবল, রোইং আর কুস্তি। অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট, তায়কোয়ান্দো, রোলার স্কেটিং, জিমন্যাস্টিকস, কারাতে আর ফেন্সিং। ২০২২ এশিয়ান গেমসে বাংলাদেশের বাকী ডিসিপ্লিনগুলো হলো সুইমিং, কাবাডি, আরচারি, ফুটবল, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, গলফ, ব্রিজ, বাস্কেটবল, হকি ও শুটিং।

Exit mobile version