ভারতে করোনার টিকা প্রয়োগের পর ৫২ জনের শরীরে দেখা দিয়েছে নানা উপসর্গ

|

ভারতে করোনার টিকা প্রয়োগের পর ৫২ জনের শরীরে দেখা দিয়েছে নানা উপসর্গ

ভারতে করোনা টিকা কার্যক্রমের প্রথম দিন ৩ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য থাকলেও দেয়া গেছে ১ লাখ ৯১ হাজার জনকে।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজধানী দিল্লির ১১ জেলার ৮১টি কেন্দ্রে ৮ হাজার ১১৭ জনকে টিকা দেয়ার কথা থাকলেও দেয়া হয় ৪ হাজার ৩১৯ জনকে। এদের সবাই স্বাস্থ্যকর্মী।

এর মধ্য ৫২ জনের নানা উপসর্গ দেখা দিয়েছে। তবে ৫১ জনেরই উপসর্গই মৃদু। বাকি একজনের অবস্থা গুরুতর। অবশ্য কি ধরনের উপসর্গ দেখা দিয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

ভ্যাকসিন নেয়া সবাইকেই রাখা হয়েছে পর্যবেক্ষণে। এছাড়া মহারাষ্ট্রে কারিগরি ত্রুটির কারণে কয়েকটি কেন্দ্রে ১৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। প্রথম দিন টিকা দেয়া হয় ১৫টি রাজ্যের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply