৮০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের ওপর করোনা টিকা প্রয়োগের বিষয়ে সতর্কতা জানিয়েছে নরওয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথ।
ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহণের কয়েকদিনের মধ্যে ২৩ বৃদ্ধের মৃত্যুর পর নেয়া হয় এ সতর্কতা। যদিও তাদের মৃত্যুর সাথে টিকার সম্পর্ক আছে কি না তা নিশ্চিত নয়। মৃতদের ১৩ জনের শরীরে স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় টিকা নেয়ার পর। এর মধ্যে ছিল হালকা জ্বর, স্বর্দি, ডায়রিয়ার মতো উপসর্গ। তারা সবাই নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন।
মৃতদের বাইরে আরও অন্তত ৯ জনের শরীরে দেখা দেয় কিছুটা বিরূপ প্রতিক্রিয়া। মৃত্যুর কারণ বের করতে নরওয়ে কর্তৃপক্ষের সাথে কাজ করার কথা জানিয়েছে ফাইজার বায়োএনটেক।
Leave a reply