স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগেই ঠিক করা থাকে, নির্বাচনের আগের রাতে তিনি এটা প্রচার করেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে রংপুরের বদরগঞ্জের নাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আইওয়াশ নির্বাচন। শেখ হাসিনা নিজেকে গণতন্ত্রী দাবি করার জন্য নির্বাচন নামক এই তামাশা করছে।
রিজভীর অভিযোগ, বর্তমানে গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে কবর দেয়া হয়েছে। সেদিকে সরকারের কোনো আন্তরিকতা নেই, তিনি জনগণের ভোট নয়, জোর করেই ক্ষমতায় থাকতে চান। আর এ জন্য তিনি নির্বাচন কমিশন, র্যাব, পুলিশ ও বিচার বিভাগকে সাজিয়ে নিয়েছেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু। পরে হাজারের অধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউএইচ/
Leave a reply