উইন্ডিজ সিরিজে মাঠে থাকছে না দর্শক, দাওয়াত করা হবে অতিথিদের: জালাল ইউনুস

|

করোনা ভাইরাসের কথা মাথায় রেখেই উইন্ডিজ সিরিজে দর্শকহীন খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সব সময়ই গুরুত্বপূর্ণ বিসিবির কাছে।

গেল শনিবার, গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো ম্যাচে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি নেই। তবে কিছু সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি, স্পন্সরদের আমরা আমন্ত্রণ জানাব। সেটিও খুবই সীমিত পরিসরে ।

আগামী ২০ জানুয়ারি থেকে ব্যাট- বলের লড়াইয়ে মাঠ মাতাবে টাইগারা। ২২ জানুয়ারি হবে উইন্ডিজের সাথে দ্বিতীয় ওয়ানডে। আর ২৫ জানুয়ারি শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply