তিউনিসিয়ায় চলমান প্রতিবাদ-সমাবেশ থেকে কমপক্ষে ২৪২ বিক্ষোভকারীকে আটক করলো, পুলিশ। দেশটিতে এ নিয়ে তৃতীয় দিনে গড়ালো আন্দোলন।
রাজধানী তিউনিস ছাড়াও আশপাশের বেশ কয়েকটি শহরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। অবরোধ করে প্রধান সড়কগুলো। টায়ারে অগ্নিসংযোগের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাটকেল ছুঁড়ছিলেন অনেকে।
বেশ কয়েকটি শহরে দোকানপাট-ব্যাংক ভাঙচুর, লুটপাটের ঘটনাও হয়। তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ। লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভকারীদের আটক করা হয়।
মহামারির কারণে অর্থনৈতিক সংকট এবং দ্বিতীয় দফার লকডাউন বিরোধী বিক্ষোভে নেমেছে তিউনিসিয়ার সাধারণ মানুষ। এছাড়া ১৪ জানুয়ারি আরব বসন্তের ১০ বছরপূর্তি স্মরণ করে দেশটি।
Leave a reply