ট্রাম্পের বিতর্কিত নীতিমালাগুলোর পরিবর্তন করতে যাচ্ছেন বাইডেন

|

ক্ষমতায় বসেই ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতিমালাগুলোয় পরিবর্তন-সংস্কার ও প্রত্যাহার করতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার হোয়াইট হাউসের হবু চিফ অব স্টাফ রন ক্লেইন একটি বিবৃতিতে বলেন, অভিষেকের পর প্রথম কর্মদিবসে বেশকিছু নির্বাহী আদেশ সই করবেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট।

যার অন্যতম-মুসলিম দেশগুলোর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। এছাড়া বাইডেনের সইয়ের মাধ্যমে প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন করবে যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশের পর এক কোটি ১০ লাখ অভিবাসন প্রত্যাশী পাবেন নাগরিক হওয়ার সুযোগ।

এছাড়া করোনা মহামারি মোকাবেলায় এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ তহবিল কংগ্রেসে পাস করানোর প্রস্তাবেও স্বাক্ষর করবেন জো বাইডেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply