খুলনা ব্যুরো:
খুলনায় টাকা না পেয়ে ভাড়াটিয়ার দরজায় তালা ও বন্ধ ঘরের শিশু মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার বেলা ১২টায় মুখ্য মহানগর হাকিম আদালত ড. আতিকুস সামাদ এই আদেশ দেন। এর আগে সকালে পানিতে ডুবে নিহত ছয় মাসের শিশু নেলিহার পিতা ইমদাদুল হক সাগর বাদি হয়ে মুখ্য মহানগর হাকিম ড. আতিকুস সামাদের আদালতে মামলা করেন। মামলায় বাড়িওয়ালা কুয়েত প্রবাসী নূর ইসলাম ও তার পিতা নওশের আলীকে আসামি করা হয়।
মামলায় বাদি উল্লেখ করেছেন, মাত্র এক মাসের বাড়ি ভাড়া না পেয়ে বাড়িওয়ালার পিতা নওশের আলী তাদের ঘরে অনধিকার প্রবেশ করে জীবননাশের হুমকি দেয়। ঘরে থাকা আসবাবপত্রের ক্ষতিসাধন করে প্রধান গেটে তালা মেরে দেয়। ঘর তালাবদ্ধ থাকায় শিশু পানিতে ডুবে গেলেও তাকে হাসপাতালে নিতে পারেনি অভিভাবকরা। যা চিকিৎসা কাজে বাধা ও হত্যার শামিল।
মামলায় আরেও উল্লেখ করা হয়েছে, এব্যাপারে লবণচোরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা জানতে পারেন, পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। এরপরে আদালত বাদির অভিযোগ পর্যালোচনা করে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এক মাসের ভাড়া বাবদ বকেয়া মাত্র চার হাজার টাকা দিতে না পারায় গত ১০ জানুয়ারি খুলনা নগরীর লবণচোরা থানার রিয়াবাজার এলাকায় কাঠমিস্ত্রি ইমদাদুল হকের ঘরে তালা মেরে দেন বাড়িওয়ালা। গত ১৩ জানুয়ারি ছয় মাসের শিশু কন্যা নেলিহা বালতির পানিতে ডুবে গেলে ঘর তালাবদ্ধ থাকায় তাকে হাসপাতালে নিতে না পারায় তার করুণ মৃত্যু হয়।
পরবর্তীতে এলাকাবাসী তালা ভেঙে তাদের উদ্ধার করে। মর্মান্তিক ঘটনা নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। বাদিকে মামলা পরিচালনায় সহায়তা করে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
Leave a reply