জানুয়ারির ২৫ বা ২৬ তারিখই সেরাম ইনস্টিটিউটের টিকা আসবে বলে ফের জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া অন্য ভ্যাকসিন আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে বাংলাদেশের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিনই উপযোগী।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, ঢাকায় তিনশো টিকা কেন্দ্র করা হচ্ছে। এক্ষেত্রে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে। প্রশিক্ষণ দেয়া হচ্ছে ৪২ হাজার জনবলকে। এছাড়া ১৮ বছরের নিচে কাউকেই ভ্যাকসিন দেয়া হচ্ছে না।
মন্ত্রী বলেন, ভ্যাকসিন নেয়ার পর অসুস্থ কেউ অসুস্থ হলে সরকার তার চিকিৎসা করাবে।স্বাস্থ্যখাতে দুর্নীতিতে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে। জাহিদ মালেক জানান, সফলতার সাথে করোনা মোকাবেলার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে।
Leave a reply