যুক্তরাষ্ট্রের নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাস ও বর্ণবাদ নিয়ে সতর্ক থাকা উচিত: তথ্যমন্ত্রী

|

যুক্তরাষ্ট্রের নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাস ও বর্ণবাদ নিয়ে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দেশে আল কায়েদার কোনো অস্তিত্ব নেই। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুঃখজনক বলেও উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, তাদের উচিত নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাস ও বর্ণবাদ নিয়ে সতর্ক থাকা। যুক্তরাষ্ট্রে যেভাবে সহিংসতা হয়েছে বাংলাদেশে কখনোই সেভাবে হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বিশ্ব গড়ে তুলতে বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply