রাশিয়ায় ফেরার পরই গ্রেফতার পুতিনের প্রধান বিরোধী দলীয় নেতা নাভালনি

|

রাশিয়ায় ফেরার পরই গ্রেফতার হলে পুতিনের কট্টর সমালোচক এবং প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি।

মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন হাজারো কর্মী-সমর্থক। তাদের সামলানোর জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত দাঙ্গা পুলিশ। বেশ কয়েকজন আটকও হন। কিন্তু, উড়োজাহাজটির গতিপথ পাল্টে শেরেম-তিয়েভো এয়ারপোর্টে নামানো হয়। সেখানে, নাভালনিকে পুলিশের একটি দল আত্মসমর্পনের নির্দেশ দেয়।

প্রাণঘাতী নার্ভ এজেন্ট- নোভিচক প্রয়োগের পর চিকিৎসার জন্য জার্মানিতে ৫ মাস ছিলেন তিনি। এদিকে, নাভালনির মুক্তির দাবি জানিয়েছে বিভিন্ন দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply