ডাকাতি ও অপহরণের অভিযোগে মুন্সিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালকসহ ৫ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদেরকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
ওই কর্মকর্তার নাম সাকিব হাসান। পুরান ঢাকার এক ব্যবসায়ীকে অপহরণ এবং ডাকাতি করে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাকে গতকাল রাতে আটক করা হয়েছে।
জানা যায়, ১১ জানুয়ারি ওই ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়েছিল। তার কাছে থাকা স্বর্ণ কেড়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। সে ঘটনায় ব্যবসায়ীর দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে গাড়ির সন্ধান পাওয়া যায়। সেই গাড়িটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের। পরে সহকারী পরিচালক সাকিব হাসানকে আটক করা হয় এবং তার সাথে থাকা অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আপাতত গ্রেফতারের ঘটনাটি স্বীকার করেছেন। লালবাগ বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার গ্রেফতারের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
ইউএইচ/
Leave a reply