চীনের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় অংশ নিলো তাইওয়ান। মঙ্গলবার হিশিনচু প্রদেশের একটি ঘাঁটিতে হয় এ মহড়া।
অস্ত্র-সরঞ্জামাদি প্রদর্শনের পাশাপাশি নিজেদের যুদ্ধের সক্ষমতাও দেখায় সামরিক বাহিনী। মহড়ায় অংশ নেয় ট্যাংক, মর্টার ও মেশিনগানসহ নানা ধরণের ছোট-বড় অস্ত্রে সজ্জিত সেনারা। দেশকে সুরক্ষিত রাখতে সেনাদের প্রস্তুতি জানান দিতেই এ মহড়া বলে জানিয়েছে তাইওয়ান।
যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় ইস্যুতে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে বেইজিং-তাইপে সম্পর্কে। তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ বলে দাবি করে চীন।
Leave a reply