Site icon Jamuna Television

কক্সবাজারে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

কক্সবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের চরপাড়া রাবারড্যাম এলাকায় জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে, ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

স্বজনদের ভাষ্য, আবুল কালামের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আজিজুল হকের। এ নিয়ে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম দা দিয়ে কুপিয়ে মা-মেয়েকে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের।

ঘটনার পর থেকে পলাতক কালাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জব্দ করেছে হত্যায় ব্যবহৃত দা।

কক্সবাজার থানার ঈদগাও তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক আব্দুল হালিম মা-মেয়ে নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক আবুল কালামকে ধরতে অভিযান চলছে। এছাড়া নিহত মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Exit mobile version