বাংলাদেশসহ ছয় দেশে আজ থেকে করোনার ভ্যাকসিন সরবরাহ শুরু করবে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।
প্রথম দফায় প্রতিবেশী ভুটান, মালদ্বীপ, নেপাল ও মিয়ানমারও পাবে টিকা। এরপরই পাঠানো হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাসে।
এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাস্থ্যসেবায় অংশীদার হতে পেরে গর্বিত ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টিকার জন্য বেশ কয়েকটি দেশ যোগাযোগ করেছে তাদের সাথে। দেশের প্রয়োজন বিবেচনায় আলোচনা চলছে অনেকের সাথে।
ইউএইচ/
Leave a reply