খালে পরিকল্পনামাফিক উচ্ছেদ ও উদ্ধার কার্যক্রম চালানো যাচ্ছে না। তারপরও সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে জিরানী ও মান্ডা খাল পরিদর্শন করেন মেয়র। বলেন, খাল দখলকারীদের পুরোপুরি উচ্ছেদ করা না গেলেও বর্ষায় পানি প্রবাহ যেনো নিশ্চিত করা যায় সেটি নিশ্চিত করাই অগ্রাধিকার পাচ্ছে। কাউকে সমীহ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র।
উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত সরঞ্জাম নেই জানিয়ে তাপস বলেন, ঢাকা ওয়াসা খালগুলো হস্তান্তর করলেও এখনো জনবল ও সম্পদ হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে পারেনি। পরে মেয়র মতিঝিল পার্কের উদ্বোধন করেন।
এর আগে, যাত্রাবাড়ী, শাঁখারিবাজার ও নয়া বাজারে তিনটি নতুন ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন ফজলে নূর তাপস।
Leave a reply