আগ্রহী হলে আগে বিএনপি নেতাদের ভ্যাকসিন দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে সংবাদপত্র পরিষদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অভিযোগ করে জানান, ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বিএনপি। লুটপাটই যে দলের স্বভাব তারা ভ্যাকসিন নিয়ে লুটপাটের আশঙ্কা প্রকাশ করছে। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। তারা ভ্যাকসিন প্রয়োগ নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে।

