Site icon Jamuna Television

বৃহস্পতিবার ভারত থেকে আসছে ৩৫ লাখ টিকা: পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার ভারত থেকে আসছে ৩৫ লাখ টিকা: পররাষ্ট্রমন্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার দেশে ৩৫ লাখ ডোজ করোনার টিকা আসছে। এর মধ্যে ১৫ লাখই আসছে প্রাইভেট খাতে।

বুধবার দুপুরে ফরেইন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, ভারত উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো যে চুক্তি করেছে তার প্রথম চালান হিসাবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে বৃহস্পতিবার।

আব্দুল মোমেন আরও বলেন, আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করবে সরকার। জানান, টিকা পাওয়ার বিষয়ে বিভিন্ন দেশের নিশ্চিয়তা মিলেছে। রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ টিকা দেবার বিষয়ে উৎসাহ দেখিয়েছে।

Exit mobile version