ওষুধ পৌঁছে দেয়ায় ধন্যবাদ জানান চীনের স্বর্ণখনিতে আটকা পড়া শ্রমিকরা

|

ওষুধ পৌঁছে দেয়ায় ধন্যবাদ জানান চীনের স্বর্ণখনিতে আটকা পড়া শ্রমিকরা

চীনের স্বর্ণখনিতে আটকা পরা শ্রমিকরা জাউভাত এবং সসেজ খেতে চেয়েছেন। একইসাথে, ওষুধ পৌঁছে দেয়ায় ধন্যবাদ জানান তারা।

মঙ্গলবার থেকে টেলিফোনে যোগাযোগ করতে পারছেন শ্রমিকরা। এছাড়া, একটি নোটও পাঠিয়েছেন তারা। সেখানে উদ্ধার তৎপরতা বন্ধ না করার অনুরোধ রয়েছে। এর আগের চিঠিতে জীবিত থাকার তথ্য জানান শ্রমিকরা। খনির বিভিন্ন অংশে ছিদ্রের মাধ্যমে চলছে উদ্ধার তৎপরতা। এখনও নিখোঁজ ১০ জনের কোনো সন্ধান মেলেনি।

গত ১০ জানুয়ারি শাংডং প্রদেশের খনিটিতে বিস্ফোরণের পর বন্ধ হয়ে যায় বের হওয়ার রাস্তা। আটকা পড়ে ২২ শ্রমিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply