Site icon Jamuna Television

কমলা হ্যারিসের অভিষেকের দিন ভারতেও আয়োজন করা হয় পূঁজার

কমলা হ্যারিসের অভিষেকের দিন ভারতেও আয়োজন করা হয় পূঁজার

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের অভিষেকের দিন ভারতেও চলছে ব্যাপক আয়োজন। সাফল্য কামনায় আয়োজন করা হয় পূঁজার।

তামিলনাড়ু গ্রামবাসীর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। প্রত্যাশা, আগামী ৪ বছর সফলভাবে দায়িত্ব পালনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা।

তথ্য বলছে, তামিলনাড়ুর এই গ্রামে ছিলো কমলার নানাবাড়ি। ১৯ বছর বয়সে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তার মা শ্যামোলা গোপালান।

এদিকে, নতুন মার্কিন সরকারকে শুভকামনা জানিয়ে বালু দিয়ে তাদের ছবি এঁকেছেন ভারতীয় এক শিল্পী।

Exit mobile version