মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা দেশ ও জাতির শত্রু। তাদের বর্জন করা না গেলে একটি দেশ দ্রুত ধ্বংসস্তুপে পরিণত হয়। কক্সবাজারে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার দুপুরে কক্সবাজারে বিজিবি রিজিয়ন সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচিতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মাদক নির্মূলে রাজনীতিবিদ’সহ সবার সহযোগিতা চান তিনি। রোহিঙ্গারা যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সরকার সজাগ রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গেলো তিন বছরে বিজিবি’র হাতে জব্দকৃত প্রায় ১ কোটি ৭৮ লাখ পিস ইয়াবা, ৫ হাজার ৮শ’ লিটার মদ’সহ বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়।
Leave a reply