Site icon Jamuna Television

শর্তসাপেক্ষে বাবা-মায়ের জিন্মায় পাঠানো হলো ৪৯ শিশু আসামিকে

শর্তসাপেক্ষে ৪৯ শিশুকে ক্ষমা করলেন বিচারক

সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত ৩৫ মামলার আসামি ৪৯ শিশুকে শর্তসাপেক্ষে বাবা-মায়ের জিন্মায় পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক জাকির হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩৫টি মামলার আসামি হওয়ায় প্রায়ই আদালতে হাজিরা দিতে হতো তাদের। তবে ৪৯ শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আদালত। গাছ লাগানো, অসৎ সঙ্গ ত্যাগ করা, ধর্মীয় অনুশাসন মেনে চলাসহ ১০টি শর্তে শিশুদের সংশোধনের জন্য বাবা-মায়ের জিন্মায় ফেরত পাঠিয়েছেন আদালত।

Exit mobile version