Site icon Jamuna Television

কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন

৩ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেবেন বাইডেন?

আর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। স্থানীয় সময় বেলা ১২টা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ক্যাপিটল হিলে হবে অভিষেক অনুষ্ঠান।

একই সাথে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। করোনা পরিস্থিতিতে জমকালো আয়োজনের বদলে সম্পূর্ণ ভিন্ন আবহে হচ্ছে অনুষ্ঠান। উপস্থিত থাকবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, থাকছেন সাবেক তিন প্রেসিডেন্ট। থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।

এদিকে, প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ক্যাপিটল হিল, হোয়াইট হাউজ আর আশপাশের এলাকার প্রহরায় রয়েছে ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্য। সেইসাথে,ডিউটি থেকে অব্যহতি দেয়া হয়েছে সন্দেহজনক ১২ নিরাপত্তা সদস্যকে। অতিথিসংখ্যা সীমিত বলে থাকছে অনলাইন প্ল্যাটফর্মে পুরো অনুষ্ঠান দেখার সুযোগ।

Exit mobile version