Site icon Jamuna Television

বিচারককে উৎকোচ প্রদানের চেষ্টার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজ

সিলেটের জকিগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে উৎকোচ প্রদানের চেষ্টার অভিযোগে জকিগঞ্জ থানার এসআই রাজা মিয়াকে বুধবার ক্লোজ করা হয়েছে।

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, একটি মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তা রাজা মিয়ার উপস্থিতিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন বিচারক।

মঙ্গলবার ধার্য তারিখে অনুমতি ছাড়া এসআই রাজা মিয়া বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে উৎকোচ প্রদানের চেষ্টা করেন।

জেলা পুলিশের একাধিক সুত্র থেকে জানা যায়, এ অভিযোগে বুধবার এসআই রাজা মিয়াকে সিলেট পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। সিলেট জেলা পুলিশের একাধিক কর্মকর্তা রাজা মিয়াকে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে, অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Exit mobile version