Site icon Jamuna Television

বিশ্বে প্রথমবার করোনায় একদিনে ১৭ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ৬ লাখ ৭০ হাজার

একদিনে করোনায় প্রথমবার ১৭ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

মহামারির এক বছরে প্রথমবার একদিনে করোনায় ১৭ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৪ হাজার ৩শ’ মানুষ। রেকর্ড ১৮শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছুঁয়েছে ২০ লাখ ৮১ হাজার।

বুধবার মার্কিন ভূখণ্ডে মোট প্রাণহানি ছাড়ায় ৪ লাখ ১৫ হাজার। আক্রান্ত আড়াই কোটি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ডে ব্রিটিশ ভূখণ্ডে মোট মৃত্যু ৯৩ হাজারের বেশি। ১৪শ’ প্রাণহানির ফলে ব্রাজিলে মৃতের সংখ্যা দু’লাখ ১৩ হাজার ছুঁইছুঁই। এক হাজারের বেশি মানুষ মারা গেছেন জার্মানিতে। ৪ থেকে ৬শ’ মৃত্যু দেখেছে কলম্বিয়া, পোল্যান্ড, স্পেন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, ও রাশিয়া।

দৈনিক মৃত্যু কমলেও করোনায় এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার মৃত্যু দেখেছে ভারত; মেক্সিকোতে ১ লাখ ৪৪ হাজার।

Exit mobile version