Site icon Jamuna Television

রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা

রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা

মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা উত্তর সিটি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হামলা চালিয়েছে দখলদাররা। এসময় আইনশৃঙ্খলাবাহিনী ও দখলদারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ডিএনসিসি উচ্ছেদ অভিযান শুরু করলে দখলদাররা এতে বাধা দেয়। এমনকি শুরুতে রাস্তায় অভিযান পরিচালনাকারী দলকে আটকেও দেয় তারা। পরে সাড়ে ১০টার দিকে ফুটপাতের ওপর থাকা একটি টিন শেড দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলে দখলদাররা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢিল ছুঁড়তে থাকলে ডিএনসিসি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটে। এই ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা বলছেন, অবৈধ উচ্ছেদ অভিযানে যত বাধাই আসুক তা প্রতিহত করে অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version