Site icon Jamuna Television

‘ভারতের দেয়া ভ্যাকসিনের ভ্যাক্সিনেশন কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

কুর্মিটোলা হাসপাতালে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের উপহার দেয়া ২০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম দিনের ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকে সমালোচনা করছেন; তবে এসব গুজবে কান না দেয়া যাবে না। তিনি বলেন, যাদের ভ্যাকসিন আগে দরকার তাদের আগে দেয়া হবে।

তিনি আরও বলেন, করোনার শুরুতেও অনেকে সরকারের সমালোচনা করেছিলনে। তবে সরকার সফলভাবে করোনার পরিস্থিতি মোকাবেলা করেছে।

Exit mobile version