Site icon Jamuna Television

টিকা প্রদানের কাজ স্বচ্ছতার সাথে নিয়মানুযায়ী প্রদান করা হবে: ওবায়দুল কাদের

নৌকার বিপক্ষে দলের যেসব নেতারা মাঠে ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কাদের

টিকা প্রদানের কাজ স্বচ্ছতার সাথে নিয়মানুযায়ী প্রদান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু এভিনিউতে দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই কথা বলেন। এসময় তিনি অভিযোগ করেন, সঙ্কটময় পরিস্থিতিতে ঘরে বসে বক্তব্য দেয়া বিএনপির কাজ। দলটি এখন করোনার টিকা নিয়ে অপরাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি সেবামুখী প্রতিষ্ঠান। যেখানে করোনার সময় অন্য দল গণমাধ্যমে বক্তৃতায় ব্যস্ত ছিলো তখন আওয়ামী লীগ মাঠে থেকে কাজ করছে বলেও জানান তিনি।

এসময়, পৌরসভা নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা কাজ করছে তাদের দলীয় কোন পদে মনোনয়ন দেয়া হবে না বলেও জানান তিনি।

Exit mobile version