ইন্দোনেশিয়ার বালিতে সমুদ্র সৈকত থেকে ৩০ টনের বেশি সামুদ্রিক বর্জ্য সরালেন বাসিন্দারা। ৭০ শতাংশই প্লাস্টিক বর্জ্য।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দ্বীপের বাদুং এলাকায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুটা সৈকতে বছরের প্রথম দিন থেকে শুরু হয়ে দু’সপ্তাহ ধরে চলে এই পরিচ্ছন্নতা অভিযান।
একই এলাকা থেকে গেলো ডিসেম্বরেও তিনদিনে ১৮ টন বর্জ্য সরানো হয়। করোনা মহামারির কারণে শারীরিক দূরত্ব নিশ্চিতে সরকারি নির্দেশনা অমান্য করেই চলে এ কাজ। প্রতি বছর এ সময়ে বাতাসের কারণে পশ্চিম উপকূলের সৈকত থেকে বিপুল পরিমাণ বর্জ্য ভেসে গভীর সমুদ্রে পৌঁছায়।
Leave a reply