প্রচার সংখ্যার সাথে বাস্তবতার মিল নেই এমন পত্রিকার বিরুদ্ধে তদন্ত চলছে: তথ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

প্রচার সংখ্যার সাথে বাস্তবতার মিল নেই এমন পত্রিকার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এর ভিত্তিতে তাদের বিজ্ঞাপন ও মিডিয়া তালিকা থেকে বাদ দেয়া হবে বলেও জানান তিনি।

এসময় মন্ত্রী পত্রিকার মালিকদের সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মিডিয়া তালিকাভুক্ত প্রথম ১০০টি পত্রিকার প্রচার সংখ্যা কত তা খতিয়ে দেখা হচ্ছে। সর্বোচ্চ ৬ মাসের মধ্যে সরকারি বিজ্ঞাপনের বিল পাওয়া উচিত বলেও জানান মন্ত্রী। পত্রিকায় ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করারও সমালোচনা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply