Site icon Jamuna Television

অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী মূলহোতা আলমাছ প্রধান গ্রেফতার

কুমিল্লা ব্যুরো:

মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূলহোতা আলমাছ প্রধানকে চাঁদপুরের মতলব দক্ষিণ বাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ (সিপিসি-২)। এসময় তার নিকট থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, ৫টি মোবাইল, ৫ লাখ টাকার ব্ল্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব ১১ সিপিসি-২ এর উপপরিচালক (কোম্পানি অধিনায়ক) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। তার অপকর্মের সাথে আরও অনেকেই জড়িত রয়েছে বলে জানা যায়।

তার বিরুদ্ধে চাঁদপুর মতলব দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

Exit mobile version