Site icon Jamuna Television

দলগত পারফরমেন্সই ভরসা উইন্ডিজের: আলজারি জোসেফ

টাইগারদের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি উইন্ডিজের খেলোয়াড়রা। ব্যাট হাতে মাত্র ১২২ রানেই অলআউট হয়ে টাইগারদের সহজ জয় উপহার দিয়েছে তারা। তবে প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমতায় ফিরতে চায় ক্যারিবিয়ানরা।

বিকেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইন্ডিজ দলের পেস বোলার আলজারি জোসেফ বলেন, দ্বিতীয় ম্যাচে সবাই নিজেদের সেরা পারফরমেন্স করার জন্য মুখিয়ে রয়েছে। কারণ এই ম্যাচে না জিতলে আসরা সিরিজ থেকে ছিটকে যাব। তবে সিরিজে ফেরার আত্মবিশ্বাসটা পাচ্ছি প্রথম ম্যাচের বোলিং থেকে। তাই চ্যালেঞ্জটা সবাই নিচ্ছি।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় টাইগারদের মুখোমুখি হবে উইন্ডিজ।

Exit mobile version