টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই; জনগণের আস্থা অর্জনে সবার আগে প্রধানমন্ত্রীকে টিকা নেয়ার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি। বলেন, টিকা আমদানিতে সঠিক প্রক্রিয়া মানা হয়নি। ইউরোপীয় ইউনিয়ন ডোজ কিনছে ২ ডলার ১৯ সেন্টে আর সরকার কিনেছে ৫ ডলার করে। এই লাভের অংশ আমদানিকারক কোম্পানি পেয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
যতদিন পর্যন্ত সরকারি টিকা দেয়া শেষ না হবে ততদিন পর্যন্ত বেসরকারি খাতে টিকা আমদানি বন্ধ রাখতে সরকারের প্রতি আহ্বান ডা. জাফরুল্লাহ।
Leave a reply