টিকাদানের ফলে যুক্তরাষ্ট্রে গেলো ৭ দিনে কমেছে করোনার বিস্তার: ফাউচি

|

টিকাদানের ফলে যুক্তরাষ্ট্রে গেলো ৭ দিনে কিছুটা কমেছে করোনার বিস্তার: ফাউচি

টিকাদান কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রে গেলো ৭ দিনে কিছুটা কমে এসেছে কোভিড-১৯ এর বিস্তার। তবে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার এমনটা জানান দেশটির শীর্ষ স্বাস্থ্যবিদ ডক্টর অ্যান্থনি ফাউচি।

মার্কিন স্বাস্থ্যবিদ ড. অ্যান্থনি ফাউচি বলেন, গেলো এক সপ্তাহে নতুনভাবে সংক্রমণ শনাক্ত কিছুটা কমেছে। আপাতদৃষ্টিতে মনে হয়, সীমাবদ্ধ করা যাচ্ছে করোনাভাইরাসের বিস্তার। একে বলা হয়- কুশন ইফেক্ট। মানে বালিশ চাপা দেয়ার মাধ্যমে কোনকিছু অস্থায়ীভাবে ঢাকা গেলেও সেটির অস্তিত্ত্ব বিদ্যমাণ থাকে। ভ্যাকসিন প্রয়োগে কোভিডের শক্তি দুর্বল করা গেলেও, বেরিয়ে আসছে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply