মৌসুমি ঝড় ‘ক্রিস্টোফের’ তাণ্ডবে বন্যায় বিপর্যস্ত ব্রিটেনের একাংশ

|

মৌসুমি ঝড় 'ক্রিস্টোফের' তাণ্ডবে বন্যায় বিপর্যস্ত ব্রিটেনের একাংশ

করোনা মহামারির মধ্যেই মৌসুমি ঝড় ‘ক্রিস্টোফের’ তাণ্ডবে বন্যায় বিপর্যস্ত ব্রিটেনের একাংশ। বৃহস্পতিবারই কেয়ার হোমগুলো থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষকে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ম্যানচেস্টার অঞ্চল; সেখানে প্রায় ১০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা ডুবে গেছে বন্যার পানিতে। স্থানীয় নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে আশপাশের এলাকা। এছাড়া ওয়েলশ ও লিভারপুলের কয়েকটি শহরও ভুগছে জলাবদ্ধতায়।

এরইমাঝে, বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় মোটা অংকের বাজেট ঘোষণা করেন। একইসাথে বলেন- প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হবে না করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। দেশটিতে সাড়ে ৯৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন মহামারিতে; সংক্রমিত ৩৫ লাখের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply