মহামারির সেকেন্ড ওয়েভের ধাক্কায় জুলাই মাসেও বিখ্যাত ‘রিও কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হওয়া অসম্ভব।
বৃহস্পতিবার টুইটারে এ সিদ্ধান্ত জানান শহরের মেয়র। বলেন- অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে ব্রাজিলের জনপ্রিয় এ উৎসবের দিকে সবার আগ্রহ থাকলেও গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যঝুঁকি।
প্রতিবছর ফেব্রুয়ারিতে হয় লাতিন দেশটির নজরকাড়া এ উৎসব। শীর্ষ ১৩টি সাম্বা স্কুল অংশ নেয় প্যারেডে। যোগ দেন লাখের কাছাকাছি পর্যটক। কিন্তু মহামারির ভয়াবহতার জন্য এ বছর জুলাই পর্যন্ত পেছানো হয় সময়।
বর্তমানে টিকাদান কর্মসূচি চললেও কমেনি দৈনিক সংক্রমণ শনাক্তের হার। করোনাভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছে সোয়া দু’লাখের মতো মানুষ। সংক্রমিত ৮৭ লাখের কাছাকাছি।
Leave a reply