গুজরাটে পাল্টে গেলো ড্রাগন ফলের নাম

|

পদ্মফুলের মতো দেখতে ড্রাগন ফলের নাম পাল্টে ‘কমলাম’ রাখলো ভারতের গুজরাট রাজ্য সরকার।

ড্রাগন ফলটির নামের সঙ্গে ‘চীনা যোগ’ থাকার কারণে এর নাম বদলে পদ্ম ফুলের সংস্কৃত নামে ‘কমলাম’ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পদ্মফুল হিন্দুদের জন্য পবিত্র এবং এটি ভারতের জাতীয় ফুলও।

মঙ্গলবার এক ঘোষণায় রূপানি বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রতীক পদ্মফুল; যে পার্টিতে আছেন তিনি নিজে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

তাছাড়া, ফলের নাম ড্রাগন হওয়াটাও উপযুক্ত নয়, এই নাম শুনলেই চীনের কথা প্রথমে মাথায় আসে। তাই আমরা এই ফলের নাম ‘কমলাম’ রাখছি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply