পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী ও বিধায়কদের পদত্যাগের হিড়িক

|

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী ও বিধায়কদের পদত্যাগের হিড়িক

বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী ও বিধায়কদের পদত্যাগের হিড়িক পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমুল কংগ্রেসে।

এবার দল ছাড়লেন রাজ্যের বনমন্ত্রী রাজিব বন্দোপাধ্যায়। গেল নির্বাচনে তৃণমুল সরকার গঠনের পর সেচমন্ত্রী করা হয় রাজিব বন্দোপাধ্যায়কে। তবে হঠাতই তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয় বনমন্ত্রীর দায়িত্ব।

ক্ষোভ জানিয়ে রাজিব বন্দোপাধ্যায় বলেন, দলে মূল্যায়ন না হওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী টিএমসি থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেয়ায় শুরু হয় তোলপাড়। এরপরই দায়িত্ব ছাড়েন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষিরতন শুক্লা।

গত ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহর সামনে পশ্চিমবঙ্গের ১০ বিধায়কসহ ৩১ বিজেপিতে যোগ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply