৬ দিনে ১৩ লাখ মানুষকে টিকা দেয়ার দাবি ভারতের

|

৬ দিনে ১৩ লাখ মানুষকে টিকা দেয়ার দাবি ভারতের

ভারতে করোনার টিকা কার্যক্রম শুরুর ৬ দিনে প্রথম ডোজ নিয়েছেন ১৩ লাখ মানুষ। বিশ্বে সবচেয়ে কম সময়ে সর্বোচ্চসংখ্যক মানুষকে টিকার আওতায় আনার রেকর্ড এটি বলছে নয়া দিল্লি। টিকা গ্রহণের পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন।

শুক্রবার টিকা নেয়ার ৬ দিন পর ঘুমের মধ্যে মারা যান হরিয়ানার ৫৫ বছর বয়সী এক নারী। পেশায় স্বাস্থ্যকর্মী ওই নারীর শরীরে টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। বাকি দু’জন মারা যান টিকা নেয়ার ২৪ ঘণ্টার মাথায়; দু’জনেরই ছিল হৃদরোগ জটিলতা।

তবে কোনো মৃত্যুর সাথেই টিকার সম্পর্ক নেই দাবি প্রশাসনের। যদিও অন্যান্য শারীরিক অসুস্থতা আছে- এমন ব্যক্তিদের টিকা না নেয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

টিকা নেয়ার প্রথম তিনদিনেই পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হন ৬শ’। এদিকে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুনে এক হাজার কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও অক্ষত আছে করোনা ভ্যাকসিন প্ল্যান্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply