কোভিড টিকাকেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দেয়া হলো বিখ্যাত ব্রিটিশ টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর সেট। ইংল্যান্ডের ‘ব্ল্যাক কান্ট্রি লিভিং মিউজিয়াম’-এ সোমবার থেকে শুরু হবে টিকাদান। একই সময়ে টিকা নিতে পারবেন বিপুল সংখ্যক মানুষ।
ওয়েস্ট মিডল্যান্ডের উন্মুক্ত জাদুঘরটি স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রথম কোভিড টিকাকেন্দ্র।
গেল বছর লকডাউনের শুরু থেকেই বন্ধ ছিল জাদুঘরটি। ২০১৩ সালে থ্রিলার সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর সফলতার পর, দ্বিগুণ হয়ে যায় ভেন্যুটির মূল্য। ব্রিটিশ সরকারের টিকা কার্যক্রম জোরদারে ইংল্যান্ডে উন্মুক্ত করে দেয়া হয়েছে সিনেমা হল, ক্রিকেট ক্লাব, মসজিদসহ ৬৫টি স্থাপনা। যুক্তরাষ্ট্রেও বড় বড় স্পোর্টস ভেন্যুগুলোকে টিকাকেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
Leave a reply