রাজধানীর খাল উদ্ধারের দায়িত্ব দুই সিটিকে দেয়া হয়েছে: তাজুল ইসলাম

|

রাজধানীর খাল উদ্ধারের দায়িত্ব দুই সিটিকে দেয়া হয়েছে: তাজুল ইসলাম

রাজধানীর বেদখল খালগুলো উদ্ধার করে দৃষ্টিনন্দন করতে দুই সিটিকে দায়িত্ব দেয়া হয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানান, ঢাকায় একসময়ে ৮৭টি খাল ছিল, এখন ৩৯টি।

রোববার দুপুরে সচিবালয়ে খালগুলো নিয়ে পরিকল্পনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, খালের অবৈধ দখল সরাতে দুই মেয়রই আন্তরিক। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তাদের সহায়তাও করা হবে। জানান, অতীতের তুলনায় কিউলেক্স মশার উৎপাত কম। আবর্জনা, ময়লা পানি থেকে খালে এই মশা জন্ম হয়। খালের কচুরিপানা, ময়লা পরিস্কারের জন্য বৃটেন থেকে ৫০ কোটি টাকা ব্যয়ে মেশিন কেনা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply