ওষুধ কোম্পানি সানোফি বাংলাদেশের বিরুদ্ধে কর্মীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
প্রতিষ্ঠানটির কর্মীরা বলেন, সানোফি বিশ্বের অন্যান্য দেশে শেয়ার বিক্রি বা ট্রান্সফারের ক্ষেত্রে কর্মচারীদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের কিছু কর্মকর্তার যোগসাজশে কর্মীদের বঞ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে।
তারা আরও বলেন, ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও ক্ষতিপূরণের দাবির বিষয়ে আলোচনায় বসতে ম্যানেজমেন্টকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন কর্মীরা।
ইউএইচ/
Leave a reply