বিরোধী নেতা নাভালনির ডাকে বিক্ষোভে উত্তাল রাশিয়া

|

বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির ডাকে বিক্ষোভে উত্তাল রাশিয়া। শনিবার পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী মস্কো।

পর্যবেক্ষকদের দাবি, আটক করা হয়েছে ৩ হাজারের বেশি আন্দোলনকারীকে। শনিবার তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন শহরে মিছিলে যোগ দেয় হাজারো মানুষ।

রয়টার্স বলছে, কেবল মস্কোতেই আন্দোলনে শামিল হন ৪০ হাজার মানুষ। নাভালনির মুক্তি ও পুতিন সরকারের পদত্যাগ দাবি করেন তারা। শুরু থেকেই মারমুখী ছিল নিরাপত্তা বাহিনী।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করা হয়। তবে পুলিশি বাধা উপেক্ষা করেই এগিয়ে যায় আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্থানে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সাথে। সহিংসতা ছড়ায় রাজধানীর বাইরেও। গত কয়েক বছরেও রাশিয়ায় এত ব্যাপক বিক্ষোভ দেখা যায়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply