Site icon Jamuna Television

তুরস্কের বিখ্যাত ‘ইভিল আই’ কবজ; হঠাৎ আলেমদের ফতোয়া

ইসলাম ধর্মের সাথে বেমানান তুরস্কের বিখ্যাত ‘চোখ-আকৃতির’ কাঁচের কবজ- নজর বানজুক। সম্প্রতি, দেশটির শীর্ষস্থানীয় আলেম সমাজ এ ফতোয়া দিয়েছে।

ধর্মীয় নেতাদের দ্বারা পরিচালিত আদালত, দায়ানেত হিসেবে সুপরিচিত। তাদের জারিকৃত ফতোয়ায়, জনপ্রিয় নীল রংয়ের তাবিজটি ব্যবহার না করার অনুরোধ জানানো হয়।

বলা হয়, একমাত্র আল্লাহ ছাড়া সৌভাগ্যের জন্য অন্য কারো বা জড়বস্তুর অনুগ্রহ শিরকের শামিল। সুতরাং নজরলিক বা নজর বানজুক শরীরের কোনো অঙ্গে পরিধান বা ঘরে রাখা হারাম।

মূলতঃ দুর্ভাগ্য-বদ নজর এবং হিংসাত্মক আচরণ এড়াতে ‘ইভিল আই’ কবজটি বহুল ব্যবহার তুরস্কে। ৩ হাজার ৩০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে অঞ্চলটিতে জনপ্রিয় এ পাথর। যা দিয়ে অলংকার, তৈজসপত্র ছাড়াও বানানো হয় তসবি।

ইউএইচ/

Exit mobile version