Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পে ডাক পেলেন বাংলাদেশের শাকের

যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পে ডাক পেয়েছেন বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটার শাকের আহমেদ।

যুক্তরাষ্ট্রের মূল দলে তাঁর ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল। ডাক পাওয়া ৪৪ জন ক্রিকেটারের অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এরমধ্যে বাংলাদেশের শাকের আহমেদ যুব বিশ্বকাপ খেলেছেন ২০১০ সালে।

তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ‘ক্রিকেট একাডেমী অব ডেট্রয়েট’র অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত, সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।

শাকের একজন বোলিং অলরাউন্ডার। মূলত বাঁহাতি স্পিনার তিনি। ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত শাকের এখন দেশটির স্থায়ী বাসিন্দা।

Exit mobile version