Site icon Jamuna Television

ব্যাটিং কোচকে একটুও বিশ্বাস করেন না সাকিব

তিনি ক্রিকেটের ফেরিওয়ালা। ঘুরে বেড়ান এক দেশ থেকে অন্য দেশে। মেশেন কত শত মানুষের সাথে। সাকিব আল হাসান তাই তো স্পেশাল কিছু। একবছর নির্বাসন থেকে ক্রিকেটে ফিরেছেন। দলের সাথে কোচিং স্টাফও এসেছে পরিবর্তন। তাই তো অনেক কিছুই নতুন। বাংলাদেশের ব্যাটিং কোচ জন লুইস। ইংলিশ এই কোচ ঢাকায় এসে পড়েন কোয়ারেন্টাইন জটিলতায়। দলের সাথে খুব বেশি পরিচয় হয় ওঠেনি।

সেই পরিচয় সূত্রেই রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘটলো মজার ঘটনা। নেটে ব্যাট শুরু করবেন সাকিব আল হাসান। স্ট্যাম্প গার্ড নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব। লেগ স্ট্যাম্পের গার্ড ঠিক আছে কিনা জানতে ব্যাটিং কোচ জন লুইসকে খুঁজে পান তিনি। কিন্তু কোচকে ডাকবেন কীভাবে?

তার নামটাই তো সেভ হয়নি মাথায়। অথচ সামনে কোচ ছাড়া কেউ নেই। ইশারায় ডেকেও লাভ হয়নি। তখন পাশের নেট থেকে নাজমুল শান্ত বলে দেন নাম। এরপর নাম ধরে জেনে নেন গার্ড।

তখন মজার ছলেই সাকিব জন লুইসকে বলেন, ‘তোমাকে আমার বিশ্বাস হয় না। যদিও আমার তোমাকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই’ মজা করেছেন জন লুইসও। বলেন ‘কেন তুমি আমাকে বিশ্বাস করছো না?’

মজার এই পর্বটার শেষ অবশ্য এখানেই।

Exit mobile version