দুই মাসের মধ্যে এক কোটি ভ্যাকসিন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারত যে দামে ভ্যাকসিন কিনবে বাংলাদেশও সেই দামেই ভ্যাকসিন কিনবে। প্রাথমিকভাবে ভ্যাকসিন টঙ্গীর ওয়্যার হাউজে রাখা হবে। সব প্রক্রিয়া শেষে ছাড়পত্র পেলে তা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে হস্তান্তর করা হবে।
পাপন জানান, অক্সফোর্ডের পাশাপাশি জনসন ও নোভাভ্যাক্স ভ্যাকসিকন আনার পরিকল্পনাও আছে বেক্সিমকোর। ভবিষ্যতে টিকা উৎপাদনের পরিকল্পনার কথা জানান বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক।
ইউএইচ/
Leave a reply