Site icon Jamuna Television

শেষ ম্যাচে টাইগারদের সেরা একাদশে থাকছেন যারা

উইন্ডিজের বিপক্ষে টানা দুই জয়ে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সোমবার বেলা সাড়ে ১১ টায় সিরিজের শেষ ম্যাচে অতিথিদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।

টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা তাই এই ম্যাচে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে বাংলাদেশ। দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। পরিবর্তন আসতে পারে উইন্ডিজ দলেও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান/তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: সুনীল অ্যামব্রিস, কেজর্ন ওটলি, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকগার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনকেরুমা বোর্ন, রোভম্যান পাওয়েল, রায়মন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।

Exit mobile version